কোরআনের বাণী
আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলো ভালো বস্তু
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:২৬
ইরশাদ হয়েছে- তারা তোমাকে প্রশ্ন করে, তাদের জন্য কী বৈধ করা হয়েছে? বল, ‘তোমাদের জন্য বৈধ করা হয়েছে সব ভাল বস্তু এবং শিকারী পশু-পাখি, যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছ; সেগুলোকে তোমরা শেখাও, যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন। সুতরাং তোমরা তা থেকে খাও, যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ কর আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। (সূরা মায়েদা, আয়াত: ৪)

