Logo

ইসলাম

রাজনৈতিক মতভিন্নতায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কী

Icon

রাকি উল্লাহ আনোয়ারী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

রাজনৈতিক মতভিন্নতায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কী

আজকাল বাংলাদেশের রাজনীতি এমন এক বিষাক্ত পর্যায়ে পৌঁছেছে যে, একই পরিবারের ভাই-বোন, বাবা-ছেলে, চাচা-ভাতিজা পর্যন্ত রাজনৈতিক দলের কারণে কথা বন্ধ করে দিচ্ছেন। ফেসবুক-হোয়াটসঅ্যাপে ব্লক, পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ বন্ধ, এমনকি মৃত্যুতে জানাজাতেও অনুপস্থিতি- এসব এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। এ-ব্যাপারে ইসলামের নির্দেশনা কী? 

কুরআনের সুস্পষ্ট নির্দেশ:

আল্লাহ তা‘আলা সূরা আর-রুমে বলেন, ‘আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো এবং আত্মীয়তার সম্পর্কসমূহের প্রতি দায়িত্ব পালন করো।’ (সুরা রুম: ২২) ইমাম তাবারী (রহ.) বলেন, এই আয়াতে ‘আত্মীয়তার সম্পর্ক’ বলতে রক্তের আত্মীয়তা বোঝানো হয়েছে। রাজনৈতিক মতভেদ এই রক্তের সম্পর্ক ছিন্ন করার কারণ হতে পারে না।

নবিজি (সা.)-এর সতর্কবার্তা:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আত্মীয়তা বজায় রাখে এমন ব্যক্তি সে নয় যে বিনিময়ে বিনিময় করে, বরং সে-ই প্রকৃত আত্মীয়তাকারী যার আত্মীয় যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে, তখন সে সম্পর্ক জোড়া লাগায়।’ (সহিহ বুখারী, হাদিস: ৫৯৯১) অন্য হাদীসে এসেছে, ‘যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৫৫৬)

সাহাবীদের যুগে রাজনৈতিক মতভিন্নতা 

সাহাবীদের মধ্যে রাজনৈতিক মতভিন্নতা ছিল। হযরত আলী (রা.) ও হযরত মু‘আবিয়া (রা.)-এর মধ্যে সিফফিনের যুদ্ধ হয়েছে। হযরত আয়েশা (রা.) জামাল যুদ্ধে হযরত আলী (রা.)-এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু তাদের কর্মপন্থা ছিল আমাদের জন্য আদর্শ। যুদ্ধের পরও হযরত আলী (রা.) হযরত মু‘আবিয়া (রা.)-এর মেয়ে রমলার সাথে যে বিয়ে হয়েছিল, তা বহাল রেখেছিলেন। হযরত হাসান (রা.) হযরত মু‘আবিয়া (রা.)-এর কাছে শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। এটাই ছিল ইসলামের শিক্ষা।

আজকের বাস্তবতা ও করণীয়:

আমরা যখন দেখি একজন ভাই আরেক ভাইকে ‘দালাল’ বলে গালি দিচ্ছে, মারমুখী আচরণ করছে, ‘তাজ্য’ ঘোষণা করছে শুধুমাত্র দল ভিন্ন বলে আর রাজনৈতিক মতাদর্শের তফাতের কারণে, তখন বুঝতে হবে আমরা ইসলামের নির্দেশনা থেকে যোজন দূরে অবস্থান করছি। অথচ রাসূল (সা.) বলেছেন, ‘মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না, তাকে অসহায় ছেড়ে দেয় না।’ (সহিহ মুসলিম)

তাই আমাদের উচিত-  রাজনৈতিক মতভিন্নতা থাকলেও রক্তের সম্পর্ক বজায় রাখা। যাদের সাথে কথা বন্ধ হয়েছে, তাদের ফোন করে সালাম দিয়ে শুরু করি। পরিবারের মিলনমেলা আবার চালু করি। আল্লাহ আমাদের সবাইকে সিলাতুর রহিমের তাওফিক দিন। আমীন।

লেখক : মুহাদ্দিস, আশরাফুল উলুম ষোলমাইল মাদ্রাসা রায়গঞ্জ, সিরাজগঞ্জ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর