Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

সম্পদ পুঞ্জীভূতকারীদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫

সম্পদ পুঞ্জীভূতকারীদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি

আহনাফ ইবনু কায়স (রাযি:) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি কুরায়শ গোত্রের কতিপয় লোকের সাথে বসা ছিলাম। এমন সময় আবূ যার (রাযি:) সেখানে এসে বলতে লাগলেন, অগাধ সম্পদ পুঞ্জীভূতকারীদেরকে এমন এক দাগের সুসংবাদ দাও যা পিঠে লাগানো হবে এবং পার্শ্বদেশ ভেদ করে বের হবে। আর ঘাড়ে লাগানো হবে এবং তা কপাল ভেদ করে বের হবে। অতঃপর তিনি একপাশে গিয়ে বসলেন। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, ইনি কে? তারা (উত্তরে) বলল, ইনি হলেন আবূ যার (রাযি:)। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে বললাম, একটু আগে আপনাকে যে কথাটি বলতে শুনলাম তা কী কথা ছিল? তিনি (আবূ যার) বললেন, আমি তো সে কথাই বলছিলাম যা আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে শুনেছি।

শিক্ষা : অর্থ সম্পদ আল্লাহ তায়ালার নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া করা জরুরি। যথাসাধ্য দান-সদকা করা। ধনীদের সম্পদে গরিবদের হক রয়েছে। আল্লাহর এই নেয়ামতের যথাযথ শুকরিয়া আদায় না করলে, যেকোনো সময় আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। তাছাড়া সম্পদ জমা করে রাখা অনেক বড় অন্যায়। এর জন্য কঠোর শাস্তি রয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর