হাদিসের শিক্ষা
প্রথমে নিজের জন্য অতঃপর ঘরের লোকদের জন্য খরচ করো
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০৫
কুতায়বাহ্ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুমূহ (রহ:) ..... জাবির (রাযি:) থেকে বর্ণিত। তিনি বলেন, বানু উযযাহ গোত্রের এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পর মুক্ত হওয়ার কথা দিলেন। অত:পর এ সংবাদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছলে তিনি বললেন, এ ছাড়া তোমার কাছে কি আর কোন সম্পদ আছে? তিনি বললেন, না। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন কে আছ যে আমার কাছ থেকে এ গোলামটিকে ক্রয় করবে? নুআয়ম ইবনু আবদুল্লাহ আল আদাবী (রাযি:) তাকে আটশ’ দিরহামে ক্রয় করলেন। তারপর তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ দিরহামগুলো নিয়ে আসলেন। তিনি তা গোলামের মালিককে বুঝিয়ে দিয়ে বললেন, “এ অর্থ তুমি প্রথমে তোমার নিজের জন্য ব্যয় কর। তারপর যদি কিছু বাকী থাকে তাহলে তোমার পরিবারের লোকদের জন্য তা ব্যয় কর, অত:পর তোমার নিকটাত্মীয়দের জন্য ব্যয় কর, এরপরও যদি কিছু অবকাশ থাকে তাহলে তা এদিকে সেদিকে ব্যয় কর।” এ বলে তিনি সামনে, ডানে ও বামে হাত দিয়ে ইঙ্গিত করলেন। (সহিহ মুসলিম হাদিস নং ২২০৩)
ইয়াকুব ইবনু ইবরাহীম আদ দাওরাকী (রহ:) ..... জাবির (রাযি:) থেকে বর্ণিত। আবূ মাযকুর নামে আনসার সম্প্রদায়ের এক ব্যক্তি ছিল। তার মৃত্যুর পর তার গোলাম আযাদ হয়ে যাওয়ার কথা ছিল। তার নাম ছিল ইয়াকুব। হাদীসের অবশিষ্ট অংশ লায়স বর্ণিত হাদীসের সমর্থবোধক। (সহিহ মুসলিম হাদিস নং ২২০৪)
শিক্ষা : কৃপনতা অনেক খারাপ। গোনাহের কাজ। কৃপনকে আল্লাহ পাক পছন্দ করেন না। উপার্জন থেকে সর্বপ্রথম নিজের জন্য খরচ করবে। অত:পর পরিবার পরিজনের খরচ করবে। এরপর যদি সামর্থ্য থাকে তাহলে নিকটাত্মীদের জন্য খরচ করো। তারপর এদিক সেদিক ব্যয় করবে।

