Logo

ইসলাম

পাঁচ শহীদের স্ত্রী আতিকা বিনতে জায়েদ (রা.)

Icon

তামান্না আক্তার

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮

পাঁচ শহীদের স্ত্রী আতিকা বিনতে জায়েদ (রা.)

"Beauty with brain" শব্দটি আতিকা বিনতে জায়েদ (রা:)-এর সাথে খুব মিলে যায়। একজন নারীকে পছন্দ করার মতো যেসব গুণ আমরা প্রত্যাশা করি, সবকিছুই ছিলো তার মধ্যে।

তিনি ছিলেন আরবদের অন্যতম শ্রেষ্ঠ নারী কবি, কুরাইশ বংশেই তার জন্ম। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও মার্জিত নারী। তৎকালীন সময়ের মানুষেরা তাকে 'সৌন্দর্যের রাণী' বলে আখ্যায়িত করেছেন। তবে তার বাহ্যিক সৌন্দর্যের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন মেধা, দৃঢ়তা, অনুপম আচরণ, শুদ্ধ ভাষা, যুক্তি ও প্রজ্ঞায়। যা নারী-পুরুষ সবাইকে আকৃষ্ট করতো।

তিনি এতো বেশি সুন্দরী ও প্রতিভাময়ী ছিলেন যে পথ চলতেই অসংখ্য বিয়ের প্রস্তাব পেতেন তিনি। তাকে জীবনসঙ্গী পাওয়া-ছিলো তৎকালীন সময়ের প্রতিটা পুরুষের স্বপ্ন, পাঁচজন পুরুষ আতিকা (রা:)-কে জীবনসঙ্গী হিসাবে পেয়েছিলেন। এ পাঁচজনই ছিলেন নবী (স:) এর বিখাত সাহাবী ও শহীদ। একজন বিধবা হলেও পরবর্তী বিয়ে সহজ ছিলো সে সময়ে।

আতিকা (রা:) এর ১ম বিয়ে হয় তার চাচাতো ভাই জায়েদ ইবনে খাত্তাব (রা:) এর সাথে। তিনি ছিলেন ওমর (রা:) এর বড় ভাই। তিনি 'ইয়ামামার যুদ্ধে শহীদ হন, পরে ইদ্দতকালীন সময়ে আব্দুল্লাহ ইবনে আবু বকর (রা:) তার মুগ্ধতায় প্রস্তাব দেন এবং বিয়ে করেন। তিনি ছিলেন আবু বকর (রা:) এর ছেলে। তিনিও শহীদি মর্যাদা লাভ করেন। আব্দুল্লাহ আতিকাকে এতো বেশি ভালোবাসতেন যে উনার শাহাদাতের পর আতিকা আর বিয়ে করতে চাননি। ইদ্দতের সময় পার হলে অনেক প্রস্তাব আসে তার নিকট তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন। পরে দ্বিতীয় খলিফা ওমর (রা:) তাকে বিয়ের প্রস্তাব দেন এবং অনেক অনুরোধের পর আতিকা রাজি হন, ওমর (রা:)-কে বিয়ে করে আতিকার জ্ঞান ও প্রজ্ঞা আরো বেড়ে যায়, ওমরের শাহাদাতের পর আশারায়ে মুবাশশারা- জুবাইর ইবনুল আউয়ামকে বিয়ে করেন। তিনি ও উষ্টের যুদ্ধে শাহাদাত বরণ করেন। অত:পর আতিকা শেষ বিয়ে করেন রাসুলের নাতি হোসাইন (রা:)-কে। এটাই ছিলো আতিকার সর্বশেষ বিয়ে।

অত:পর হোসাইন (রা:) ও কারবালার যুদ্ধে শহীদ হন। এভাবে পাঁচজন স্বামীর প্রত্যেকেই শাহাদাতের মর্যাদা লাভ করেন। ইসলামের ইতিহাসে এতজন শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য আর কোন নারীর হয় নাই। তাকে উপাধী দেওয়া হয় 'শহীদদের স্ত্রী', যা চিরকাল দ্বীপ্ত হয়ে থাকবে। আমাদের এমনই নারী হওয়ার চেষ্টা করা উচিত নয় কি? জ্ঞান, ব্যক্তিত্ব, দৃঢ়তা, চারিত্রিক সৌন্দর্য ও আত্মমর্যাদায় অনন্য!

লেখক: শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সম্পাদকীয় পর্ষদ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর