কোরআনের বাণী
যারা ইসলামকে উপহাস করে তাদের বন্ধুরূপে গ্রহণ করো না
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫
ইরশাদ হয়েছে- হে মুমিনগণ, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যারা তোমাদের দীনকে উপহাস ও খেল-তামাশা রূপে গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে ও কাফিরদেরকে। আর আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যদি তোমরা মুমিন হয়ে থাক। আর যখন তোমরা সালাতের দিকে ডাক, তখন তারা একে উপহাস ও খেল-তামাশা রূপে গ্রহণ করে। তা এই কারণে যে, তারা এমন কওম, যারা বুঝে না। (সূরা মায়েদা, আয়াত নং ৫৭, ৫৮)

