হাদিসের শিক্ষা
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা একটি সদাকা
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯
ছবি : এআই দিয়ে তৈরি
আয়িশাহ (রাযি:) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তা’আলা প্রত্যেক আদাম সন্তানকেই ৩৬০টি গ্রন্থি বিশিষ্ট করে সৃষ্টি করেছেন। অতএব যে ব্যক্তি ঐ সংখ্যা পরিমাণ আল্লা-হু আকবার বলবে, আলহামদু লিল্লাহ বলবে, লা-ইলা-হা ইল্লাল্ল-হ বলবে, সুবহা-নাল্ল-হ বলবে, আসতাগফিরুল্ল-হ বলবে, মানুষের চলার পথ থেকে একটি পাথর বা একটি কাটা বা একটি হাড় সরাবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, সে কিয়ামাতের দিন এমনভাবে চলাফেরা করবে যে, সে নিজেকে ৩৬০ (গ্রন্থি) সংখ্যা পরিমাণ জাহান্নাম থেকে দূরে রাখবে অর্থাৎ বেঁচে থাকবে। আবূ তাওবাহ তার বর্ণনায় এ কথাও উল্লেখ করেছেন যে, সে এ অবস্থায় সন্ধ্যা করবে। (সহিহ মুসলিম হাদিস নং ২২২০)
শিক্ষা : সকল ভালো কাজই অনেক সওয়াবের কাজ। এগুলো সদকার অন্তর্ভুক্ত। এমনিভাবে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু অপসারণ করলে একটি সদাকা তার আমলনামায় লেখা হবে। আল্লাহ তায়ালা আমাদের সর্বদা সৎ কাজ করার তাওফিক দান করুন। আমিন।

