কোরআনের বাণী
যারা হারাম ভক্ষণ করছে, তারা কতই না মন্দ কাজ করছে
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪
আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে, তারা পাপে, সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে ছুটোছুটি করছে। তারা যা করছে, নিশ্চয় তা কতইনা মন্দ! কেন তাদেরকে রব্বানী ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না? তারা যা করছে, নিশ্চয় তা কতইনা মন্দ! (সূরা মায়েদা, আয়াত নং ৬২, ৬৩)

