হাদিসের শিক্ষা
এখনই সদকা করো, এক সময় সদকা গ্রহণকারী কাউকে পাবে না
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
হারিসাহ ইবনু ওয়াহব (রাযি:) বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি: তোমরা সদাকাহ দাও, এমন এক সময় আসবে মানুষ তার সদাকাহ নিয়ে যাকে দিতে যাবে সে বলবে, যদি তুমি গতকাল আসতে তাহলে আমি এটা গ্রহণ করতাম। এখন আমার আর প্রয়োজন নেই। অত:পর সে সদাকাহ নেয়ার মতো কোন লোক পাবে না। (সহিহ মুসলিম হাদিস নং ২২২৭)
‘আবদুল্লাহ ইবনু বাররাদ আল আশ’আরী ও আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রহ:) ..... আবূ মূসা (রাযি:) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কোন লোক তার স্বর্ণের সদাকাহ নিয়ে ঘুরতে থাকবে কিন্তু নেয়ার মতো কোন লোক পাবে না। আর একজন পুরুষের পিছনে চল্লিশ জন করে নারীকে অনুসরণ করতে দেখা যাবে। পুরুষের সংখ্যা কম এবং স্ত্রী লোকের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা এদের কাছে আশ্রয় নিবে। (সহিহ মুসলিম হাদিস নং ২২২৮)
আবূ হুরায়রাহ (রাযি:) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: জমিন তার বক্ষস্থিত সোনা রূপা স্তম্ভের ন্যায় কলিজার টুকরাসমূহ বমি করে দিবে। অত:পর হত্যাকারী এসে বলবে, আমি তো এর জন্যই খুন করেছিলাম। আত্মীয়তা বন্ধন ছিন্নকারী এসে বলবে, এর জন্যই তো আমি আত্মীয়তা ছিন্ন করেছিলাম এবং তাদের হাক্ব (হক) নষ্ট করেছিলাম। চোর এসে বলবে, এসবের জন্যই তো আমার হাত কাটা হয়েছে। তারপর সকলেই একে ছেড়ে দিবে এবং কেউই এর থেকে কিছুই নিবে না। (সহিহ মুসলিম হাদিস নং ২২৩১)
শিক্ষা : আল্লাহ যাদের ধন সম্পদ দিয়েছেন তাদের এখনই যথাসাধ্য সদকা করা দায়িত্ব। এক সময় আসবে যখন সদকা করার কোনো সুযোগ থাকবে না।

