কোরআনের বাণী
নিজেদের খেয়াল খুশির অনুসরণ করলে বিপথগামী হয়ে যাবে
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০১
ইরশাদ হয়েছে- (হে নবী! তাদেরকে) বল, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে (মিথ্যা উপাস্যদেরকে) ডাক, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হয়েছে। বল, আমি তোমাদের খেয়াল-খুশীর অনুসরণ করতে পারি না। করলে আমি বিপথগামী হয়ে যাব এবং আমি সৎপথপ্রাপ্তদের মধ্যে গণ্য হব না। (আল আনআম - ৫৬)

