কোরআনের বাণী
অদৃশ্যের কুঞ্জি আল্লাহর কাছেই, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১২
ইরশাদ হয়েছে- আর তাঁরই কাছে আছে অদৃশ্যের কুঞ্জি। তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থলে ও জ্বলে যা-কিছু আছে, সে সম্পর্কে তিনি অবহিত। (কোনও গাছের) এমন কোনও পাতা ঝরে না, যে সম্পর্কে তিনি জ্ঞাত নন। মাটির অন্ধকারে কোনও শস্যদানা অথবা আর্দ্র বা শুষ্ক এমন কোনও জিনিস নেই যা এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ নেই। (আল আনআম - ৫৯)

