কোরআনের বাণী
আল্লাহ নিজ বান্দাদের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫
ইরশাদ হয়েছে- তিনিই নিজ বান্দাদের উপর পরিপূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের জন্য রক্ষক (ফিরিশতা) প্রেরণ করেন। অবশেষে যখন তোমাদের কারও মৃত্যুকাল এসে পড়ে, তখন আমার প্রেরিত ফিরিশতাগণ তাকে পরিপূর্ণরূপে উসুল করে নেয় এবং তারা বিন্দুমাত্র ত্রুটি করে না। (আল আনআম - ৬১)

