হাদিসের শিক্ষা
মহানবী (সা.) দেশপ্রেমিকের সর্বোত্তম দৃষ্টান্ত ও আদর্শ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৯
"যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অত্যাচারী কাফেরদের কারণে মক্কা ছেড়ে আসছিলেন, তখন তিনি মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়ে ছিলেন আর বলেছিলেন, 'আল্লাহর কসম। আমি তোমার এখান থেকে বিদায় নিচ্ছি।
আমি খুব ভালো করেই জানি, তুমি আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে প্রিয় ও সম্মানিত। তোমার লোকেরা আমাকে যদি তোমার থেকে বের করে না দিতো, তাহলে আমি কখনো তোমার থেকে বিদায় নিতাম না।" (মুসনাদে আবু ইয়ালা, হাদিস নং: ২৬৩৫)।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, 'আল্লাহর পথে এক দিন ও এক রাত সীমান্ত পাহারা দেওয়া এক মাস পর্যন্ত সিয়াম পালন ও এক মাস ধরে রাতে সালাত আদায়ের চেয়ে বেশি কল্যাণকর।
যদি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে যে কাজ সে করে যাচ্ছিল, মৃত্যুর পরও তা তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিক অব্যাহত থাকবে, কবর-হাশরের ফিতনা থেকে সে নিরাপদ থাকবে। (সহিহ মুসলিম, হাদিস নং: ১৯১৩)
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো সফর থেকে প্রত্যাবর্তনকালে মদিনার সীমান্তে ও হুদ পাহাড় চোখে পড়লে নবীজির চেহারায় আনন্দের আভা ফুটে উঠত।
তিনি বলতেন, 'এই ওহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও ওহুদ পাহাড়কে ভালোবাসি।' (সহিহ বুখারি, হাদিস নং: ১০২৮)
শিক্ষা : দেশপ্রেম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন দেশপ্রেমিকের সর্বোত্তম দৃষ্টান্ত।
তিনি (সা.) নিজ মাতৃভূমিকে ভালোবেসেছেন। তাই আমাদেরও কর্তব্য হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ অনুযায়ী নিজ দেশকে ভালোবাসা।

