কোরআনের বাণী
রাসুলের দায়িত্ব স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:০২
ইরশাদ হয়েছে- রাসুলগণ বলল, আমাদের প্রতিপালক ভালো ভাবেই জানেন যে, আমাদেরকে বাস্তবিকই তােমাদের কাছে রাসুল বানিয়ে পাঠানো হয়েছে। আর আমাদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছিয়ে দেওয়া। জনপদবাসী বলল, আমরা তােমাদের মধ্যে অশুভতা লক্ষ করছি। তোমরা নিবৃত্ত না হলে আমরা অবশ্যই তোমাদের উপর পাথর নিক্ষেপ করব এবং অবশ্যই আমাদের হাতে তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি ভােগ করতে হবে। (ইয়াসীন - ১৬, ১৭, ১৮)

