Logo

ইসলাম

জান্নাতের সবুজ পাখি

Icon

মুফতি উবায়দুল হক খান

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯

জান্নাতের সবুজ পাখি

ইসলামের আকাশে শহীদ এক উজ্জ্বল নক্ষত্র। যাঁদের রক্তে ইতিহাসের পথ রঞ্জিত, যাঁদের আত্মত্যাগে ঈমানের পতাকা উড্ডীন। জান্নাতের সবুজ পাখি শিরোনামটি শহীদের সেই অনন্য মর্যাদার প্রতীক, যা আল্লাহ তাআলা তাঁদের দান করেছেন। শহীদ শুধু একজন নিহত মানুষ নন; তিনি আল্লাহর নিকট জীবিত, সম্মানিত ও পুরস্কৃত। শহীদের মর্যাদা ও ফজিলত কোরআন-হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত; যা মুসলিম হৃদয়ে সাহস, ত্যাগ ও ন্যায়ের চেতনা জাগ্রত করে।

শহীদের সংজ্ঞা ও প্রকার: আরবি শাহাদাত শব্দের অর্থ সাক্ষ্য দেওয়া। ইসলামী পরিভাষায় আল্লাহর পথে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন শহীদ। শহীদ মূলত তিন প্রকার।

এক. দুনিয়া ও আখিরাতের শহীদ : আল্লাহর পথে জিহাদে নিহত।

দুই. আখিরাতের শহীদ : যেমন প্লেগ, ডুবে যাওয়া, প্রসবকালে ইন্তেকাল-যাদের আখিরাতে শহীদের সওয়াব রয়েছে।

তিন. দুনিয়ার শহীদ : দুনিয়ায় শহীদের বিধান প্রযোজ্য হলেও নিয়তের ঘাটতিতে আখিরাতের মর্যাদা নাও মিলতে পারে।

এই শ্রেণিবিন্যাস আমাদের শেখায়-শহীদত্ব কেবল মৃত্যু নয়; বরং নিয়ত, সত্য ও আল্লাহর সন্তুষ্টির পথে আত্মসমর্পণ।

কোরআনের আলোকে শহীদের মর্যাদা : আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন- শহীদরা মৃত নন; বরং জীবিত। আল্লাহ বলেন, ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে মৃত মনে করো না; বরং তারা তাদের রবের নিকট জীবিত-রিজিকপ্রাপ্ত।’ (সূরা আলে ইমরান) এই আয়াত শহীদের মর্যাদাকে দুনিয়ার সীমা ছাড়িয়ে আখিরাতের চিরজীবনে উন্নীত করেছে। তাঁদের জীবন নুরের জীবন; তাঁদের মৃত্যু বিজয়ের দরজা।

হাদিসে জান্নাতের সবুজ পাখি : রাসুলুল্লাহ সা. শহীদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, শহীদের রূহ জান্নাতে সবুজ পাখির আকৃতিতে থাকে; তারা জান্নাতের ফল খায়, নদী পান করে এবং আরশের নিচে ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয়। এই বর্ণনা শহীদের পরকালীন আনন্দ, নিরাপত্তা ও সম্মানের বাস্তব চিত্র তুলে ধরে। এখানে সবুজ রঙ জীবনের, শান্তির ও চিরস্থায়িত্বের প্রতীক-আর পাখি মুক্তির ও উড্ডয়নের চিহ্ন।

শহীদের ফজিলতসমূহ : শহীদের ফজিলত অসংখ্য। সংক্ষেপে উল্লেখযোগ্য কয়েকটি। তাৎক্ষণিক ক্ষমা, প্রথম রক্তবিন্দুতেই গুনাহ মাফ। কবরের আজাব থেকে নিরাপত্তা। জান্নাতের সুসংবাদ ও উচ্চ মর্যাদা। সত্তর জনের জন্য সুপারিশের অধিকার। ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্তি। এই সব ফজিলত শহীদকে আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় অভিষিক্ত করে।

শহীদ ও সত্যের সাক্ষ্য : শহীদ হওয়া মানে সত্যের পক্ষে শেষ সাক্ষ্য প্রদান। অন্যায়, জুলুম ও বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন দেওয়া; এটাই শহীদের প্রকৃত পরিচয়। তাই ইসলামে শহীদত্ব কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়; ন্যায়ের পথে অবিচল থাকা, ঈমান রক্ষা করা, নির্যাতনের মুখেও সত্য না ছাড়াই শহীদের পথ।

আমাদের করণীয় : শহীদের মর্যাদা জানার পর আমাদের দায়িত্ব হলো- শহীদের আদর্শ হৃদয়ে ধারণ করা। ন্যায়, ইনসাফ ও সত্যের পথে দৃঢ় থাকা। জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া। শহীদের পরিবারকে সম্মান ও সহযোগিতা করা। 

অনন্ত বিজয় : ‘জান্নাতের সবুজ পাখি’ এই উপমা আমাদের শেখায়, শহীদের মৃত্যু আসলে পরাজয় নয়; তা এক অনন্ত বিজয়। শহীদরা দুনিয়ার চোখে অনুপস্থিত হলেও আল্লাহর দরবারে তাঁরা জীবিত, আনন্দিত ও মর্যাদাবান। তাঁদের রক্ত ইতিহাসের পাতায় শুধু লেখা নয়; তা ঈমানের প্রদীপ, যা যুগে যুগে আলোকিত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শহীদের মর্যাদা বুঝে নেওয়ার তাওফিক দিন এবং সত্যের পথে অবিচল থাকার শক্তি দান করুন। আমিন।

লেখক : মুহাদ্দিস, জামিআতুস সুফফাহ আল ইসলামিয়া গাজীপুর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর