কোরআনের বাণী
অবাধ্যতার কারণে আল্লাহ অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০
ইরশাদ হয়েছে- আফসোস এসব বান্দার প্রতি! তাদের কাছে যে রাসূলই এসেছে তাকে নিয়ে তারা ব্যঙ্গ-বিদ্রুপ করত। তারা কি দেখেনি তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যারা তাদের কাছে ফিরে আসছে না? এবং যত লোক আছে তাদের সকলকে অবশ্যই একত্র করে আমার সামনে হাজির করা হবে। (ইয়াসীন -৩০, ৩১, ৩২)

