হাদিসের শিক্ষা
এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হকসমূহ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০১
আবু হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পাঁচটি। অপর বর্ণনায় আবদ ইবনু হুমায়দ (রহ:) আবু হুরাইরাহ (রাযিঃ) বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: পাঁচটি ব্যাপারে মুসলিমের জন্যে তার ভাইয়ের সম্পর্কে ওয়াজিব।
১. সালামের উত্তর দেয়া, ২. হাঁচিদাতাকে (তার "আলহামদু লিল্লাহ" বলার উত্তরে) ইয়ারহামুকাল্লাহ বলে দু'আ করা, ৩. দাওয়াত কবুল করা, ৪. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাযার সঙ্গে শারীক হওয়া। (রাবী) আবদুর রাযযাক (রহ:) বলেন, মা'মার (রহ:) এ হাদীস যুহরী (রহ:) হতে মুরসাল হিসেবে বর্ণনা করতেন, তারপর তিনি ইবনু মুসাইয়্যাব (রহ:) এর সানাদে আবু হুরাইরাহ (রাযিঃ) হতে পূর্ণ সানাদে রিওয়ায়াত করেছেন। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৪৩)
ইয়াহইয়া ইবনু আইয়্যুব, কুতাইবাহ ও ইবনু হুজর (রহ:) ..... আবু হুরাইরাহ্ (রাযিঃ) হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি। প্রশ্ন করা হলো- সেগুলো কী, হে আল্লাহর রাসুল! তিনি বললেন, (সেগুলো হলো-)
১. কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে, ২, তোমাকে দাওয়াত করলে তা তুমি কবুল করবে, ৩. সে তোমার নিকট ভাল উপদেশ চাইলে, তুমি তাকে ভাল উপদেশ দিবে, ৪. সে হাঁচি দিয়ে আলহামদু লিল্লাহ্ বলবে, তার জন্যে তুমি (ইয়ারহামুকাল্লাহ্ বলে) রহমাতের দু'আ করবে, ৫. সে পীড়িত হলে তার সেবা-শুশ্রুষা করবে এবং ৬. সে মৃত্যুবরণ করলে তার (জানাযার) সাথে যাবে। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৪৪)
শিক্ষা : মুসলমান সকলে ভাই ভাই। তাই একজনের প্রতি আরেকজনের দায়িত্ববোধ রয়েছে। যেসব হক হাদিসে উল্লেখ রয়েছে, সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। যত্নশীল হতে হবে। আল্লাহ পাক আমাদের তাওফিক দান করুন। আমিন।

