কোরআনের বাণী
কোরআন পূর্বেকার আসমানি কিতাবের প্রত্যয়নকারী
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫
ইরশাদ হয়েছে- আমি এ কল্যাণময় কিতাব (কোরআন) নাজিল করেছি, যা এর পূর্বেকার কিতাবের প্রত্যয়নকারী এবং যা দিয়ে তুমি মক্কা ও তার চতুষ্পার্শ্বের লোকদেরকে সতর্ক কর। যারা আখিরাতে বিশ্বাস করে তারা এতে বিশ্বাস করে এবং তারা তাদের সালাতের হিফাযত করে। (আল আনআম - ৯২)

