হাদিসের শিক্ষা
মসজিদে আগে এসে বসা ব্যক্তিকে উঠিয়ে দিবে না
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৩২
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইবনু নুমায়র, যুহায়র ইবনু হারব, ইবনুল মুসান্না ও আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ (রহ:) ... ইবনু উমর (রাযি:) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন; কোন লোক কোন লোককে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেথায় বসবে না বরং তোমরা (বলবে) প্রশস্ত করে দাও, জায়গা বিস্তার করে দাও। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৭৭)
ইবনু উমর (রাযি:) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে (উপরোক্ত হাদীসের বর্ণনাকারী) লায়স (রহ:) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু এদের বর্ণিত হাদীসে “বরং তোমরা বিস্তৃত করে দাও, প্রশস্ত করে দাও” (কথাটি) বর্ণনা করেননি। আর (তৃতীয় সানাদের) বর্ণনাকারী ইবনু জুরায়জ বর্ধিত রিওয়ায়াত করেছেন যে, আমি নাফি’কে প্রশ্ন করলাম- (এ বিধান) জুমুআহ’র দিনের জন্য? তিনি বললেন, জুমুআহ ও অন্যান্য (সকল) দিবসের জন্যে। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৭৮)
ইবনু উমার (রাযি:) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন; তোমাদের মধ্যে কেউ যেন তার ভাইকে তার বসার জায়গা হতে উঠিয়ে দিয়ে সেখানে না বসে। আর ইবনু উমর (রাযি:) এর আচরণ ছিল যে, কোন লোক তার জন্যে নিজের বসার স্থান থেকে উঠে গেলে তিনি সেথায় বসতেন না। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৭৯)
জাবির (রাযি:) এর সানাদে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। তিনি বলেছেন; জুমুআহ’র দিনে তোমাদের কেউ (মাসজিদের কাতার হতে) তার ভাইকে উঠিয়ে দিয়ে তার বসার জায়গায় বসবে না বরং সে বলবে, ‘বিস্তার করে দিন’। (সহিহ মুসলিম হাদিস নং ৫৫৮১)
শিক্ষা : অনেক মসজিদেই এমনটি দেখা যায়। এটা অন্যায়। আগে এসে বসা ব্যক্তিকে উঠিয়ে বসবে না। যেখানে খালি থাকবে সেখানেই বসবে।

