Logo

ইসলাম

অনুপম উদারতা

Icon

মুফতি মুহাম্মাদ ইয়াসীন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৫

অনুপম উদারতা

সময়টি তখন ১১৯১ খ্রিষ্টাব্দ। খ্রিষ্টানদের ক্রুসেডের বিরুদ্ধে ইসলামের জিহাদ চলছে। মুসলমানদের নেতৃত্বে আছেন সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহ. আর প্রতিপক্ষে রয়েছে ইংল্যান্ডের রাজা রিচার্ড। যুদ্ধ চলাকালীন সময়ে রিচার্ড ভীষণ অসুস্থ হয়ে পড়ে। দেশ- বিদেশের নামকরা সব বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগ সারাতে ব্যর্থ হয়। 

তার জীবনের ব্যাপারে ডাক্তারগণ আশাবাদী হতে পারছেন না। একজন দু’জন করে সবাই  রাজার অসুস্থতার কথা জেনে যায়। মানুষের মুখে মুখে একটি কথা চাওর হয়ে যায় যে, রাজা রিচার্ড আর বেশিদিন বাঁচবেন না।

সুলতান সালাহুউদ্দিন একজন বড় মনের মানুষ। শত্রুর সঙ্গেও তিনি ইনসাফ করতে ভুলেন না। তুমুল যুদ্ধের মুহূর্তেও যিনি মানবিকতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজা রিচার্ডের অসুস্থতার কথা তার কানে পৌঁছে। তিনি জানতে পারেন, প্রতিপক্ষের নেতৃত্বদানকারী সর্বোচ্চ ব্যক্তিটি আজ অসহায়। বিভিন্ন রোগ-শোকে আক্রান্ত হয়ে আজ প্রকৃতির কাছে ধরাশয়ী।

সঙ্গে সঙ্গে তিনি চড়ে বসলেন আরবি ঘোড়ায়। ছদ্মবেশে ছুটে গেলেন দুশমনের চিকিৎসায়। তাঁর চিকিৎসায় রিচার্ড সুস্থ হয়ে উঠলেন। সুলতান আইয়ুবি ফিরে এলেন নিজ তাঁবুতে।

আবার যুদ্ধ শুরু হলো। মানবিকতার জায়গা থেকে তিনি রিচার্ডের চিকিৎসা করেছেন। কিন্তু ইসলামের জন্য তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন সুলতান আইয়ুবি। যুদ্ধের একপর্যায়ে রিচার্ডের ঘোড়া মারা যায়। 

বাহন হারিয়ে পায়ে হেঁটে যুদ্ধ করতে থাকেন রিচার্ড। দূর থেকে সুলতান আইয়ুবি তা লক্ষ্য করলেন। শত্রুর দুঃখজনক অবস্থা দেখে নিজের ঘোড়াটি রিচার্ডের জন্য পাঠিয়ে দেন। তিনি আরেকটিতে চড়ে পুরোদমে যুদ্ধ করতে লাগলেন।

রিচার্ড নতুন বাহনে চড়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মনে মনে ভাবলেন, ভালোই হলো, এই সময়ে মিসরের সুলতানের ঘোড়া পেয়ে।

এক সময় সুলতান আইয়ুবিকে সরাসরি দেখতে পেয়ে রিচার্ড থমকে গেলেন। এই মুখটি যেন তার চেনা চেনা লাগছে। হঠাৎ চিন্তার গতি থেমে গেল। সম্বিত ফিরে পেয়ে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এইতো সেই লোক যার চিকিৎসায় আমি মারাত্মক রোগ থেকে মুক্তি পেয়েছি।

তিনি ঘোড়া থেকে নেমে সুলতান সালাহুউদ্দিন আইয়ুবিকে জড়িয়ে ধরলেন। যুদ্ধের ময়দানে চিৎকার করে বলতে লাগলেন, সালাহুদ্দিন একজন প্রকৃত বীর। তিনি একজন মহৎ শত্রু। আমি গর্বিত যে, একজন মহান মানুষের বিরুদ্ধে লড়াই করছি।

লেখক : মুফতি ও মুহাদ্দিস, দিলু রোড মাদরাসা, নিউ ইস্কাটন, ঢাকা

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর