Logo

ইসলাম

কোরআনের বাণী

আল্লাহ তায়ালা অমুখাপেক্ষী, করুণাময়

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩

আল্লাহ তায়ালা অমুখাপেক্ষী, করুণাময়

ইরশাদ হয়েছে- ‘আপনার প্রতিপালক অমুখাপেক্ষী, করুণাময়। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে উচ্ছেদ করে দিবেন এবং তোমাদের পর যাকে ইচ্ছা তোমাদের স্থলে অভিষিক্ত করবেন। যেমন- তোমাদেরকে অন্য এক সম্প্রদায়ের বংশধর থেকে সৃষ্টি করেছেন।’ (আল আনআম - ১৩৩)

তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে তা বাস্তবায়িত হবেই 

ইরশাদ হয়েছে- ‘তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছে তা বাস্তবায়িত হবেই, তোমরা তা ব্যর্থ করতে পারবে না।’ (আল আনআম - ১৩৪)

জালিমরা কখনও সফলকাম হবে না 

ইরশাদ হয়েছে- ‘বল, হে আমার সম্প্রদায় ! তোমরা যেখানে যা করছো, করতে থাক ; আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে, কার পরিণাম মঙ্গলময়। জালিমরা কখনও সফলকাম হবে না।’ (আল আনআম - ১৩৫)





প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরআনের বাণী ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর