Logo

ইসলাম

কোরআনের বাণী

শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না, সে তোমাদের প্রকাশ্য শত্রু

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬

শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না, সে তোমাদের প্রকাশ্য শত্রু

ইরশাদ হয়েছে- ‘গবাদিপশুর মধ্যে কতক ভারবাহী ও কতক ক্ষুদ্রাকার পশু সৃষ্টি করেছেন। আল্লাহ্ যা রিযিকরূপে তোমাদেরকে দিয়েছেন তা হতে আহার কর আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (আল আনআম - ১৪২)

নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না

ইরশাদ হয়েছে- ‘সৃষ্টি করেছেন উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আপনি জিজ্ঞেস করুন: তিনি কি উভয় নর হারাম করেছেন, না উভয় মাদীকে, না যা উভয় মাদীর পেটে আছে? তোমরা কি উপস্থিত ছিলে, যখন আল্লাহ এ নির্দেশ দিয়েছিলেন? অতএব সে ব্যক্তি অপেক্ষা বেশী অত্যচারী কে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা পোষন করে যাতে করে মানুষকে বিনা প্রমাণে পথভ্রষ্ট করতে পারে? নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।’ (আল আনআম - ১৪৪)

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরআনের বাণী

কোরআনের বাণী

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর