হাদিসের শিক্ষা
‘আমার বান্দা বা বান্দী’ বলে কাউকে সম্বোধন করা নিষিদ্ধ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪২
আবূ হুরাইরাহ (রাযি:) হতে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; তোমাদের কেউ যেন আমার আব্দ ও আমাত তথা আমার বান্দা, আমার বান্দী না বলে। কারণ তোমাদের সকল পুরুষই আল্লাহর বান্দা এবং তোমাদের সকল নারীই আল্লাহর বান্দী। সুতরাং বলবে, গোলামী, ওয়া জারিয়াতী, ওয়া ফাতায়া, ওয়া ফাতাতী' অর্থাৎ, আমার সেবক, আমার সেবিকা। (সহিহ মুসলিম হাদিস নং ৫৭৬৭)
আবূ হুরাইরাহ (রাযি:) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; অবশ্যই তোমাদের কেউ যেন আমার বান্দা না বলে। কারণ, তোমাদের প্রত্যেকেই আল্লাহর দাস ও বান্দা। তবে সে বলবে আমার সেবক। আর কোন আবদ যেন তার মনিবকে আমার রব্ব’ না বলে বরং বলবে আমার মনিব ও নেতা। (সহিহ মুসলিম হাদিস নং ৫৭৬৮)
হাম্মাম ইবনু মুনব্বিহ (রহ:) হতে বর্ণিত। তিনি বলেন, এ হলো সেসব হাদীস, যা আবূ হুরাইরাহ (রাযি:) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেছেন। (সে সবের একটি হলো) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ (মনিব সম্পর্কে এভাবে) বলবে না যে, তোমার রব্বকে পান করাও, তোমার রব্বকে খাবার দাও, তোমার রব্বকে ওযু করাও। তিনি আরও বলেন, তোমাদের কেউ যেন না বলে আমার রব্ব এবং বলবে আমার সাইয়্যিদ তথা সরদার বা নেতা, আমার মাওলা বা মনিব। আর তোমাদের কেউ যেন না বলে, আমার দাস-বান্দা আমার দাসী-বান্দী। বরং বলবে, আমার সেবক, আমার সেবিকা। (সহিহ মুসলিম হাদিস নং ৫৭৭০)
শিক্ষা : পৃথিবীর সকলেই একমাত্র আল্লাহর বান্দা-বান্দী। একে অপরের বান্দা-বান্দী কখনও হতে পারে না।

