Logo

ইসলাম

কোরআনের বাণী

কল্পনার অনুসরণ করো না আর মনগড়া কথা বলো না

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৫:০৯

কল্পনার অনুসরণ করো না আর মনগড়া কথা বলো না

ইরশাদ হয়েছে- যারা শিরক করেছে তারা বলবে, ‘আল্লাহ্ যদি ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের পূর্বপুরুষগণ শিরক করতাম না এবং কোন কিছুই হারাম করতাম না।’ 

এইভাবে তাদের পূর্ববর্তীরা প্রত্যাখ্যান করেছিল, অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল, বল, ‘তোমাদের নিকট কোন যুক্তি আছে কি? থাকলে আমার নিকট তা পেশ কর; তোমরা শুধু কল্পনারই অনুসরণ কর আর শুধু মনগড়া কথা বল।’ 

আপনি বলে দিনঃ অতএব, পরিপূর্ন যুক্তি আল্লাহরই। তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে পথ প্রদর্শন করতেন।’ (আল আনআম - ১৪৮, ১৪৯)

তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক

ইরশাদ হয়েছে- এরপর যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল, ‘তোমাদের প্রতিপালক সর্বব্যাপী দয়ার মালিক আর অপরাধী সম্প্রদায়ের ওপর হতে তাঁর শাস্তি রদ করা হয় না।’ (আল আনআম - ১৪৭)


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কোরআনের বাণী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর