-68c39349eb77b.jpg)
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (অস্ট) আগামী ১৪ সেপ্টেম্বর, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার–২০২৫’। শিক্ষার্থী, স্নাতক ও শিল্পখাতের শীর্ষ ব্যক্তিদের একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
এবারের জব ফেয়ার যৌথভাবে আয়োজন করছে এক্সিলেন্স বাংলাদেশ এবং অস্ট প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিক্স ক্লাব। সহযোগিতা করছে শি-স্টেম (SheSTEM)। পার্টনার হিসেবে রয়েছে কিংডম অব দ্য নেদারল্যান্ডস, টেন মিনিট স্কুল, এ টু আই (a2i), ডেভলার্ন, লাইটক্যাসেল, পলিসি এক্স, এক্সেলেন্স একাডেমি ও আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
মেলায় ৪০টি দেশি-বিদেশি স্বনামধন্য কোম্পানি অংশ নেবে। শিক্ষার্থীরা সরাসরি সিভি জমা দেওয়ার পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম এবং ইন্টার্নশিপের সুযোগ খুঁজে নিতে পারবেন। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিভাগের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য থাকবে আলাদা অফার। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে নারী অংশগ্রহণকারীদের জন্যও বিশেষ সুযোগ–সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া এফএমসিজি ও টেক্সটাইল শিল্পের বেশ কিছু শীর্ষ প্রতিষ্ঠান মেলায় যোগ দিচ্ছে।
বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেওয়া যাবে এই জব ফেয়ারে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্ভাবনা বাড়ানো এবং পেশাগত লক্ষ্য অর্জনে সহায়তাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের খবর।