Logo

চাকরি

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয়- এই দুই ধাপের লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ তারিখে একযোগে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি। উল্লেখ্য, দুই ধাপে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ হাজার ৩৮৫ পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে রাজস্ব খাতে। বেতন স্কেল-২০১৫ অনুযায়ী (১১,০০০-২৬,৫৯০ টাকা), পদটি ১৩তম গ্রেডে। যেভাবে নির্বাচন- লিখিত (MCQ) পরীক্ষা হবে ৯০ নম্বরের, মৌখিক ১০ নম্বরের- মোট ১০০ নম্বর। 

লিখিত পরীক্ষার সময় ৯০ মিনিট, ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষা- বাংলা: ২৫; ইংরেজি: ২৫; সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক): ২০; গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ এর ওপর হয়ে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ এবং ২ নভেম্বর ২০২৫ সালের সংশোধন অনুযায়ী চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।  

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি চাকরি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর