চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পর্যায়ে বড় পরিসরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ১৭টি ভিন্ন ক্যাটাগরিতে লোকবল নেওয়া হবে।
শিক্ষক পদে নিয়োগ :
ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), যন্ত্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, গণিতসহ বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে।
কর্মকর্তা পদে নিয়োগ :
রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, পরীক্ষা নিয়ন্ত্রক এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর পরিচালকসহ গুরুত্বপূর্ণ শীর্ষ পদে আবেদন আহ্বান করা হয়েছে। এছাড়া ডেপুটি চিফ মেডিকেল অফিসার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও মেডিকেল অফিসার পদেও নিয়োগ দেওয়া হবে।
টেকনিক্যাল ও কর্মচারী পদে নিয়োগ :
টেকনিশিয়ান (সিএসই ও ম্যাটেরিয়ালস), হিসাবরক্ষক, অটোমেকানিক, কেয়ারটেকার, ইলেকট্রিশিয়ান, লাইব্রেরি সহকারী ও ল্যাব অ্যাটেনডেন্ট পদে জনবল নেওয়া হবে।
সহায়ক পদে নিয়োগ :
বাবুর্চি, সহকারী বাবুর্চি, নিরাপত্তা প্রহরী, মালি, ডাইনিং বয় ও পরিচ্ছন্নতাকর্মী পদেও নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শর্ত ও বয়সসীমা :
অধ্যাপক ও শীর্ষ কর্মকর্তা পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ বছর। অন্যান্য পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বা ৩৫ বছর (পদভেদে)। চুয়েটে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষক পদে উচ্চতর ডিগ্রিধারী, বিশেষ করে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স শিথিলের সুযোগও রাখা হয়েছে।
আবেদন পদ্ধতি :
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য চুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দপ্তরে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময় :
আগামী ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে।
সূত্র : চুয়েটে
ডিআর/এমএন

