Logo

চাকরি

ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করা যাবে আবেদন

Icon

চাকরি ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করা যাবে আবেদন

ইউএস বাংলা এয়ারলাইন্স কেবিন ক্রু পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।  

শিক্ষাগত যোগ্যতা  

ন্যূনতম এইচএসসি বা সমমান; এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই ন্যূনতম জিপিএ ৩.০০, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

ডিপ্লোমায় ন্যূনতম সিজিপিএ ২.৮০; ও লেভেল ও এ লেভেলে নির্ধারিত গড় গ্রেড ডি; জিইডি গ্রহণযোগ্য নয়।

স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স ও শারীরিক যোগ্যতা  

নতুন প্রার্থী : ১৮-২৭ বছর, অভিজ্ঞ কেবিন ক্রু : সর্বোচ্চ ৩৫ বছর। বয়স প্রমাণে হলফনামা গ্রহণযোগ্য নয়।

নারী ন্যূনতম উচ্চতা ১৬১ সেমি (৫ ফুট ৩ ইঞ্চি), পুরুষ ১৬৮ সেমি (৫ ফুট ৬ ইঞ্চি) আর্ম রিচ কমপক্ষে ২১২ সেমি, বিএমআই ১৮-২৫ এর মধ্যে হতে হবে।

শরীরের দৃশ্যমান অংশে ট্যাটু বা দাগ গ্রহণযোগ্য নয়, দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

দক্ষতা ও ব্যক্তিত্ব  

বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিকভাবে সাবলীল হতে হবে; সাঁতারে দক্ষদের অগ্রাধিকার।

সুস্থ, ফিট, ভদ্র, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার মানসিকতা থাকতে হবে।

নিয়োগের পর উত্তরা,নিকুঞ্জা বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বসবাস করতে হবে।

দায়িত্ব ও সুবিধা  

ফ্লাইটের আগে ও চলাকালে যাত্রী নিরাপত্তা, জরুরি সরঞ্জাম পরীক্ষা, নিরাপত্তা নির্দেশনা প্রদর্শন, খাবার পরিবেশন ও জরুরি পরিস্থিতি সামাল দেওয়া কেবিন ক্রুর মূল দায়িত্ব হিসেবে নির্ধারিত।

ভাতা ও অন্যান্য সুবিধাসহ মাসিক সর্বোচ্চ প্রায় ৭০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ, পিক অ্যান্ড ড্রপ, চিকিৎসা বীমা, উৎসব ভাতা ও নীতিমালা অনুযায়ী বিনামূল্যে এয়ার টিকিট সুবিধা রয়েছে।

আবেদন পদ্ধতি ও শেষ সময়  

শুধুমাত্র অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। কাগজে সিভি গ্রহণযোগ্য নয়।

সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, পুরো শরীরের ফরমাল ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে।

আবেদন করার শেষ সময় ১৭ জানুয়ারি ২০২৬। আবেদন করতে ও পূর্ণাঙ্গ শর্তাবলি জানতে এখানে ক্লিক করুন

সূত্র : usbair

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেসরকারি চাকরি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর