Logo

জাতীয়

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:৪৫

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন

পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। 

সোমবার (১৭ মার্চ) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এর আগে গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। 

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন ভারপ্রাপ্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর