সাবেক আইজিপি মামুনসহ ১৩ আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৩:০৩

ছবি : সংগৃহীত
জুলাই-আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনাসহ তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।
এমআই