Logo

জাতীয়

ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন মামলায় গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১১

ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন মামলায় গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে মিরপুর থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন।

এদিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় তুরিন আফরোজকে আদালতের এজলাসে হাজির করা হয়। পরে তাকে আনুষ্ঠানিকভাবে মিরপুর থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় তুরিন আফরোজকে হাস্যোজ্জ্বল দেখা গেলেও সাংবাদিকদের করা কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি।

এর আগে, গত ৭ এপ্রিল রাতে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ৮ এপ্রিল আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১২ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

জেএন/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর