Logo

জাতীয়

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১৭:২৫

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে হাইকোর্ট। 

চিন্ময় দাসের জামিন সংক্রান্ত এক রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে, রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেওয়া হয়েছে।

জাতীয় পতাকা অবমাননার মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিলো।

আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।

গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালতে হাজির করলে তার জামিন নিয়ে অস্থিরতা চলে।

এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের আদালতে সংঘর্ষে সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়।

চিন্ময় দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুর নিয়ে প্রতিবাদও জানায় ভারত।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর