Logo

আইন ও বিচার

আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:৫৮

আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন

সাবেক রাষ্ট্রপতির সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

রোববার (১১ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এই ঘটনা তদন্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না এবং এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করতে বলা হয়েছে এই কমিটিকে।

এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর