Logo

আইন ও বিচার

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৩:২৬

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি /ছবি : সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া সংক্রান্ত আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আংশিক শুনানির পর তা বুধবার পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ।

এর আগে, গত ৭ মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করে আপিল বিভাগ।

গত ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

২০২৩ সালের ১৯ নভেম্বর আইনজীবী হাজির না থাকায় নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনটি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিল শুনানির জন্য মামলাটি রিস্টোর বা পুনরুজ্জীবন করেছেন।

এক রিটের শুনানি শেষে ২০১৩ সালের আগস্টে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট।

ডিআর/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর