বটমূলে বোমা হামলার রায় : ২ জনের যাবজ্জীবন, বাকিদের ১০ বছর সাজা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৫:২৮

ফাইল ছবি
২০০১ সালের রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা মামলায় হাইকোর্ট চূড়ান্ত রায় দিয়েছেন।
মাওলানা তাজ উদ্দিন ও জুয়েল নামে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অন্য ৯ আসামির সাজা কমিয়ে প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে ছায়ানটের আয়োজন চলাকালে রমনা বটমূলে বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হন এবং অনেকেই আহত হন। এ ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার দিনই নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ বাদী হয়ে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে মামলাটি আদালতে গেলে ২০১৪ সালের ২৩ জুন বিচারিক আদালত রায় দেন। এতে তাজ উদ্দিনসহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
পরে ডেথ রেফারেন্স, জেল আপিল ও ফৌজদারি আপিলের শুনানি শেষে আজ হাইকোর্ট এ রায় দেন।
এমএইচএস