বৈষম্যবিরোধী আন্দোলনে গুলির অভিযোগ
মমতাজ ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৬:২১

সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাগর নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার রাতে রাজধানীর একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এনএমএম/এমএইচএস