Logo

আইন ও বিচার

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:১৭

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে

হত্যাচেষ্টার অভিযোগের মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তাকে গ্রেফতারের পরদিন আজ সোমবার (১৯ মে) ঢাকার একটি আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

সকালে ফারিয়াকে আদালতে উপস্থাপন করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মো. বিল্লাল ভুঁইয়া। ওই আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়েছে।

ফারিয়ার আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। আগামী ২২ মে জামিন শুনানির দিন ঠিক করেছে আদালত।

রোববার থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছিলেন, ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটি গুরুতর আহত করার (হত্যা চেষ্টা) মামলা।

জুলাই গণঅভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা এই হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। এ মামলায় আরও অনেক শিল্পীকে আসামি করা হয়েছে।

এ মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর