Logo

আইন ও বিচার

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : ক্ষমা চাইতে সারজিসকে লিগ্যাল নোটিশ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:৩৮

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য : ক্ষমা চাইতে সারজিসকে লিগ্যাল নোটিশ

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রকাশ্য ক্ষমা চাইতে এনসিপি নেতা সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে সারজিসকে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। 

আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সারজিস। সেখানে তিনি লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’

হাইকোর্ট নিয়ে সারজিসের এমন মন্তব্যের পর আজ তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলো।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর