Logo

আইন ও বিচার

শেখ হাসিনাকে ১৩ জুন ট্রাইবুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

Icon

বিবিসি বাংলা

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১৭:৩৪

শেখ হাসিনাকে ১৩ জুন ট্রাইবুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১৩ জুন সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাদেরকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল - ১ এর নির্দেশে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল ইমরান স্বাক্ষরিত নোটিশটি সোমবার (২৬ মে) যুগান্তর এবং নিউ এজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

"আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি" শেখ হাসিনার এমন বক্তব্যের একটি অডিও কিছুদিন আগে ভাইরাল হয়।

ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পাওয়ার কথা জানায় ট্রাইবুনালের প্রসিকিউশন। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর