Logo

আইন ও বিচার

বাংলাদেশের খবরকে কারা কর্তৃপক্ষ

হাসপাতাল থেকেই মুক্তি পাচ্ছেন এটিএম আজাহার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৫:১৬

হাসপাতাল থেকেই মুক্তি পাচ্ছেন এটিএম আজাহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (পিজি হাসপাতাল) থেকেই মুক্তি পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। আপিল মঞ্জুরের কাগজ কারাগারে পৌঁছালেই হাসপাতাল থেকে তাকে মুক্তি দেবে কারা কর্তৃপক্ষ। বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বাংলাদেশের খবরকে তিনি বলেন, এখন পর্যন্ত আপিল মঞ্জুরের কোনো কাগজ আমাদের কাছে আসেনি। তবে কাগজ আসার পরই যাচাইবাছাই শেষে আমরা তাকে পিজি হাসপাতাল থেকেই মুক্ত ঘোষণা দিব। তার মুক্তির জন্য কারা কর্তৃপক্ষ এখন শুধুমাত্র আদালতের কাগজের অপেক্ষায় আছে। এর মাঝে আর কোনো প্রক্রিয়া নেই।   

কারা সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবী, জামায়াতের শীর্ষ নেতা ও তাদের দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচরপতি এজলাসে উঠেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপর রায় ঘোষণা শুরু হয় ৯টা ৫৫ মিনিটে।

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর