সাবেক সিইসি নূরুল হুদার জামিন নামঞ্জুর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৬:২২

ছবি : সংগৃহীত
রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে অনিয়মের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন নুরুল হুদার আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেন।
তৌহিদুল ইসলাম সজিব বলেন, আজকে নূরুল হুদার জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা তার শুনানিতে জামিন মঞ্জুর হওয়ার অনেক গুরুত্বপূর্ণ গ্রাউন্ড তুলে ধরি। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (১ জুলাই) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন কে এম নুরুল হুদা। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।
উল্লেখ্য, গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে ‘স্থানীয় জনতা’ নূরুল হুদাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিআর/এমবি