Logo

আইন ও বিচার

অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৫৬

অস্ত্র মামলায় রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল হককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বনানীতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এর মাত্র আট দিন পর ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী আনিসুল হক। এরপর বিভিন্ন মামলায় আনিসুল হকের এখন পর্যন্ত ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

গত ১ জানুয়ারি আনিসুল হকের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন আনিসুল হক। এছাড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত রিমান্ড আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর