Logo

আইন ও বিচার

মানবতাবিরোধী অপরাধ

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১৩:০০

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী ১০ জুলাই এ বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৭ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

এদিন শুনানিতে শেখ হাসিনার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন তার আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম ও গাজী এম এইচ তামিম।

এর আগে ১ জুলাই রাষ্ট্রপক্ষ শুনানি শেষ করে। তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের সময় আবেদনের পর আদালত সোমবার (৭ জুলাই) দিন ধার্য করেন।

শুনানিতে প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাঠ করে শোনান। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।

অপরদিকে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রস্তুতির জন্য সময় আবেদন করেন।

এছাড়া মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী আদালতকে জানান, তিনি অভিযোগ গঠনের বিষয়ে শুনানিতে অংশ নিতে চান না।

পরে আদালত সব পক্ষের শুনানি শেষে আগামী ১০ জুলাই আদেশের দিন নির্ধারণ করেন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর