
জুলাই গণহত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়।
এদিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজকের দিনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
এর আগে, গত সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। আর প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছিল ১ জুলাই। সেদিনও তিন সদস্যের বেঞ্চে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ১২ মে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রতিবেদনে উঠে আসে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার মূল নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা। রাষ্ট্রীয় মদদে পরিচালিত ওই হত্যাযজ্ঞে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকেও।
এদিকে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তদন্ত শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আদালত নির্দেশ দেন, ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। এরপরই দ্রুতগতিতে তদন্ত কাজ শেষ করে প্রসিকিউশন।
- এটিআর