Logo

আইন ও বিচার

কারা কর্তৃপক্ষ

সাবেক আইজিপি মামুনের বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ২০:৫৭

সাবেক আইজিপি মামুনের বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা

ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন কারান্তরীণ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। যেহেতু তিনি (মামুন) বহুল আলোচিত মামলার গুরুত্বপূর্ণ রাজস্বাক্ষী সেহেতু তার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এজন্য আদালতের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানিয়েছেন তার আইনজীবী জায়েদ বিন আমজাদ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে নিজের অপরাধের দায় স্বীকার করেন সাবেক আইজিপি মামুন। এরপরই তার নিরাপত্তার বিষয়ে আবেদন করেন আইনজীবি। 

এদিকে আইজিপি মামুনের নিরাপত্তার বিষয়ে এখনও আদালতের আদেশ হাতে পায়নি বলে জানিয়েছে কারা অধিদপ্তর। 

এ বিষয়ে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে এখনও আদালতের কোনো আদেশ পাইনি। আদালতের নির্দেশনা পেলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আইনজীবী বলেন, মামুন যেহেতু একজন গুরুত্বপূর্ণ রাজসাক্ষী, তাই তার নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এজন্য আদালতের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। ট্রাইব্যুনাল এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আদেশ না দিলেও, বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২২-২০২৪ মেয়াদে পুলিশপ্রধান থাকা অবস্থায় জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত বিচারবহির্ভূত কিছু ঘটনা, গুম, নির্যাতন এবং অগ্নিসংযোগের মতো অভিযোগের দায় তিনি নিজের কাঁধে নিয়েছেন। এটি মানবতাবিরোধী অপরাধের বিচারে এক ঐতিহাসিক অগ্রগতি বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর