অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দলীয় পরিচয় নয় : র্যাব ডিজি

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১৩:৪৭

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। ছবি : সংগৃহীত
‘অপরাধী যতই প্রভাবশালী হোক বা যে দলেরই হোক না কেন, র্যাবের কাছে তার পরিচয় একটাই—সে একজন অপরাধী।’
শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি, মিটফোর্ড হত্যাকাণ্ড, কাঠমান্ডু ফ্লাইটে বোমা হুমকি ও গুমচেষ্টা মামলাসহ সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে র্যাব প্রধান বলেন, ‘মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছায়া তদন্ত চলছে, এখনই বিস্তারিত বলা সম্ভব না। তবে বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেনাবাহিনী-পুলিশসহ অন্যান্য সংস্থাও আমাদের সঙ্গে সমন্বয়ে কাজ করছে।’
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় চাঁদাবাজি বা ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।
র্যাব ডিজি জোর দিয়ে বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তবে সে অপরাধী। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, ছাড় নেই। র্যাব সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।’
সম্প্রতি গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ‘আইন কেউ হাতে তুলে নিতে পারবে না। গণপিটুনির নামে মব সন্ত্রাস মেনে নেওয়া হবে না। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামে গুমচেষ্টা মামলার আসামিও গ্রেপ্তার
সংবাদ সম্মেলনে র্যাব প্রধান আরও জানান, চট্টগ্রামে স্ত্রীকে হত্যা করে মরদেহ গুমের চেষ্টার মামলার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ‘দীর্ঘ সময় ধরে পলাতক থাকা আসামিকে আমরা প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে শনাক্ত করেছি। তাকে আইনের আওতায় আনা হয়েছে,’ বলেন তিনি।
সংবাদ সম্মেলনে র্যাব ডিজি আশ্বস্ত করেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যাতে কোনো সহিংসতা না হয়, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
র্যাব প্রধান বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছি।’
এনএমএম/এমবি