Logo

আইন ও বিচার

২০০ কোটি টাকা আত্মসাৎ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:৫৭

বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়ারম্যান গ্রেপ্তার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে. খায়রুল বাশার বাহার। ছবি : সংগৃহীত

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে. খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৪ জুলাই) মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম টিম। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি জানায়, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এক হাজারেরও বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অর্থ তারা বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভুয়া আশ্বাস দিয়ে বিএসবি শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি আদায় করে। অথচ দেশের প্রচলিত আইনের নিয়ম অনুযায়ী এসব ফি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর কথা থাকলেও তা না করে তারা ভুয়া অফার লেটার দেখিয়ে টাকা আত্মসাৎ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী রুমন আলী লস্কর সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের গড়ে প্রত্যেকের কাছ থেকে ২০ লাখ টাকা করে নেওয়া হয়েছে। প্রমাণসাপেক্ষে অন্তত ৮৫০ জন শিক্ষার্থীর তথ্য আমাদের হাতে আছে। তবে প্রকৃত সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।’

তিনি আরও জানান, গত বছরের ২৭ আগস্ট বিএসবি চেয়ারম্যান বাশার শিক্ষার্থীদের সঙ্গে স্ট্যাম্পে লিখিত চুক্তি করেন। যাতে ৩ কিস্তিতে অর্থ ফেরত দেওয়ার কথা বলা হয়—২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর ২০২৪। কিন্তু প্রথম কিস্তির দিনেই তিনি অর্থ ফেরত না দিয়ে বরং শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে অনেকেই আহত হন। ঘটনার বিষয়ে গুলশান থানায় জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সিআইডি জানিয়েছে, এ অভিযোগের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এম. কে. বাশারকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর