Logo

আইন ও বিচার

আমাদের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে : আসিফ নজরুল

Icon

বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২১:১৯

আমাদের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে : আসিফ নজরুল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : বাংলাদেশের খবর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমাদের সরকারের শাসনামলেই আবু সাঈদের হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, শেখ হাসিনা কথায় কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। সেই বাবার হত্যাকাণ্ডের বিচার করতেই তার আমলেই সাড়ে তিন বছর সময় লেগেছে। তাহলে আপনি বুঝতে পারেন, একটা বিচারকার্য যখন স্পষ্ট, খুব সুষ্ঠুভাবে এবং বিশ্বের কাছে গ্রহণযোগ্যভাবে করতে যাই। আমাদের সমস্ত কিছুর চিন্তা করতে হয়।

আসিফ নজরুল বলেন, যেখানে যাই, আমাকে দেখে মানুষ বলে—বিচার দেরি হচ্ছে কেন? বিচার দ্রুত চাই। 

তিনি বলেন, এই যে আমাকে দেখে মুক্তভাবে প্রশ্ন করতে পারেন, সমালোচনা করতে পারেন—এটার জন্যই তো জুলাই আন্দোলন হয়েছে। এই স্বাধীনতার চর্চা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এদিকে, অনুষ্ঠানে শহীদদের পরিবারের সদস্যরা বলেন, ‘আমাদের সন্তান ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করেছিল। অথচ পুলিশ ও রাজনৈতিক সন্ত্রাসীরা তাদের গুলি করে হত্যা করেছে। আমরা এক বছর ধরে কেবল আশ্বাস পাচ্ছি। কিন্তু বিচার পাচ্ছি না। ভোট আসছে, কিন্তু ন্যায়বিচার আসছে না। আমরা নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ রাষ্ট্রীয়ভাবে ঘোষণার এবং শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।

আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি বলেন, একজন বাবা হিসেবে আমি শুধু বিচার চাই না। চাই রাষ্ট্রীয় স্বীকৃতি।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

গাজী আজম হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ নজরুল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর