শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় রাজসাক্ষী মামুনের সাক্ষ্যগ্রহণ আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:১৫

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার (৪ আগস্ট) শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই সাক্ষ্য নেওয়া হবে।
সোমবার সকাল ৯টায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসেবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে রোববার (৩ আগস্ট) এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য শুরু হয়। এতে প্রথম সাক্ষী হিসেবে জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মণ সাক্ষ্য দেন এবং ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনাকে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ হিসেবে অভিযুক্ত করেন। পরে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করে রাষ্ট্রপক্ষ।
এদিকে এ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জুলাই ও আগস্টে ছাত্র ও সাধারণ জনগণের ওপর দমন-পীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অভিযোগে বলা হয়, ওই সময় ১৪ শতাধিক ছাত্র-জনতা নিহত হন, যার জন্য উসকানি, নির্দেশনা, প্ররোচনা এবং হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা পাঁচটি প্রধান অভিযোগের মধ্যে রয়েছে: ১৪ জুলাই শিক্ষার্থীদের “রাজাকারের বাচ্চা” বলে অভিহিত করা, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেওয়া, রংপুরে ছাত্রনেতা আবু সাঈদের হত্যা, চানখারপুলে আনাসসহ ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ৬টি মরদেহ পুড়িয়ে ফেলা।
এসব ঘটনায় প্ররোচনা, উসকানি, অপরাধ প্রতিরোধে ব্যর্থতা ও ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আসামি হলেও বর্তমান সময়ে তিনি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছেন। গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন।
ডিআর/এএ