Logo

আইন ও বিচার

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-পলক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:৪২

ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-পলক

রাজাধানীর কদমতলীর ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-পলক। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলীতে শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. আরিফ হোসাইন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত এটি মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানা এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এদিন বিকাল ৪টায় আসামিদের ছোড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়। এ মামলায় রাশেদ ৭, ইনু ৮ ও পলক ৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে গ্রেপ্তার করা হয়। ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর